চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনটি ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার, ৬ নং ওয়ার্ড সেনবাগ পৌরসভা চারিদ্রোন গ্রামে কয়েকজন শিক্ষিত যুবককে এ নিয়ে ২০২২ সালে এই সংগঠন গড়ে তুলেছেন।
বর্তমানে এই সংগঠনে সাথে প্রবাসী সহ তরুণ ও যুবক মিলে শতাধিক সদস্য যুক্ত আচে।তারা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের অনেক সামাজিক কাজ ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে।যেমন - করোনা মহামারিতে গরীবদের ফুড প্যকেট বিতরণ,দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, রমজানের সেমাই চিনি বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরন ও বর্তমানে কোরবানী ঈদ কেন্দিক গরীবদের গোসত বিতরণের উদ্যেগসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন।
দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিতে যেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষ এর ক্রয়সীমার বাহিরে সেখানে দেশের ভিতরে থাকা ও দেশের বাহিরে থাকা প্রতিটি সদস্য মানবিক কাজে ছুটে এগিয়ে আসিতেছে। এই চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনে রয়েছে একটি কমিটি। মাসে সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন। চারিদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
এই সংগঠনের উন্নয়নের কাজ দেখে আশপাশের প্রবাসী ও অন্য শ্রেণির পেশাজীবিসহ যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজ মাদ্রাসার ছাত্ররা ও যুক্ত হয়েছেন। চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ একটি যুব সংগঠন।এর স্লোগান হলো:চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে
৩৪৬ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৪৯ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৫২ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৫৩ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৫৬ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
৩৬০ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৬৯ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৬৯ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে