গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে আজ রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম হাতপাখা প্রতীক বরাদ্দ ও হস্তান্তর করেন।
প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েন মাওলানা গাজী আতাউর রহমান।১ম দিনের প্রচারণায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম প্রমুখ।
এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কতৃক মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান নগরের বিভিন্ন মসজিদে গিয়ে মুসুল্লিদের কাছে ভোট ও দোয়া চান। পরবর্তীতে নগরের বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের কাছে ভোট চান।
গাজী আতাউর রহমান বলেন গাজীপুর শিল্প নগরী আর এই নগরী কে রক্ষা করতে হাতপাখার বিকল্প নেই। যদি মানুষের দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে অবশ্যই বিজয়ী হওয়ার সম্ভবনা আছে।
৪ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৪ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৭ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২১২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২১৩ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে