মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

ঐতিহাসিক টোক সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্র এগিয়ে যাচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবস্থিত টোকের ঐতিহাসিক সুলতানপুর শাহী মসজিদে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্রায় ৭শত বছর আগে ঈশা খা – মানসিংহের আমলে প্রতিষ্ঠিত লোকমুখে প্রচলিত গায়েবী মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদকে কেন্দ্র করে ইসলামী শিক্ষা বিস্তারে এগিয়ে চলেছে মাদ্রাসা নির্মাণের কাজ।


টোক সুলতানপুর দরগা পাড়া ঐতিহাসিক শাহী মসজিদ সম্পর্কে মূল কথা হলো– ৬০০ বছর  আগে,মোগল আমলে তৈরি মসজিদটি ইট আর সুরকি দিয়ে তৈরি.এক গম্বুজ বিশিষ্ট চার কোনায় চারটি ছোট ছোট মিনার,মসজিদের উত্তর ও পশ্চিম পাসে কতগুলো পুরাতন কবর আছে এগুলোকে স্থানীয় মানুষ অলি আউলিয়াদের মাজার হিসাবে জানে,মসজিদটির উত্তর পাশে ব্রহ্মপুত্র নবীর মাঝখানে একটি টিবি ছিল সেখানে পাওয়া যেত পুরাতন ইট,জনশ্রুতিতে আছে একরাত্রে দুই ভাই-বোন দুটি মসজিদ তৈরি করেছে,বোন ভাইকে বলেছিল তোমার মসজিদ থেকে আমার মসজিদ বেশি সুন্দর হয়েছে,তখন নাকি বোনের মসজিদটি ভেঙে পড়ে যায়,যা ি  টিভিতে পরিণত হয়। সেখানে কয়েক বছর আগেও টিবির নিচে ইট পাওয়া যেত।


সুলতানপুর দরগাপাড়া ঐতিহাসিক শাহী মসজিদের ৩০ বছর যাবত দায়িত্ব পালনকারী সভাপতি অধ্যক্ষ মাওলানা মাহমুদুল আলম নজরুল এবং পাঁচ বছর যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মো. আবুল কাশেম জানান, এই মসজিদে ২০১১ সাল থেকে ৬০/৭০ জনের মতো ছাত্র নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এজন্য ২০১০ সাল থেকে মসজিদ পাশে  একটি দ্বিতল ভবন নির্মিত হয়। বর্তমানে চাহিদার প্রেক্ষিতে এই ঐতিহাসিক মসজিদের পাশে আরেকটি পাঁচতলা ভবনের দু’তলা পর্যন্ত নির্মিত হয়েছে। এখন ছাত্র সংখ্যা ২২০ জন। ওস্তাদ রয়েছেন ১২ জন । প্রধান উস্তাদ হিসেবে রয়েছেন পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদীর হাফেজ মাওলানা মো.দেলোয়ার হোসেন। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ওস্তাদ ,কর্মচারী মিলিয়ে ১৮ জন স্টাফ রয়েছেন। আবাসিক সমস্যার কারণে বেশি ছাত্র আমরা নিতে পারিনি। পাঁচ তলা বিশিষ্ট ভবনের কাজ সম্পন্ন হলে ছাত্র সংখ্যা বেড়ে যাবে। ঐতিহাসিক এই শাহী মসজিদকে ঘিরে গড়ে ওঠা মাদ্রাসায় বর্তমানে পাঁচটি বিভাগ চালু রয়েছে। এগুলো হলো – মক্তব, নূরানী, নাজেরা,হেফজ, কিতাব বিভাগ।


মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরো জানান, তিনি দায়িত্ব নেওয়ার সময় পুরাতন মূল মসজিদটিতে ৪০ জন মুসল্লী নামাজ পড়তে পারতো; এখন মসজিদ সম্প্রসারণ করার ফলে  পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। তখন মসজিদের জমি ছিল মাত্র ২৫ শতাংশ ।এখন জমি ক্রয় করার ফলে মসজিদের জমির পরিমাণ দুই একরের বেশি এবং এ মসজিদকে কেন্দ্র করে চল্লিশ শতাংশ জমির উপর গড়ে ওঠেছে গণ কবরস্থান।
মানুষের মনের নেক বাসনা পূরণ হবে বিশ্বাসে শুক্রবারে দূর-দূরান্ত থেকে আসা মানুষদের নগদ অর্থ দান, স্বর্ণ,রোপা, গরু, ছাগল, হাঁস মুরগি এসব গৃহপালিত পশু দানের অর্থ দিয়ে গড়ে উঠেছে ঐতিহাসিক এই মসজিদটির নতুন সুন্দর অবকাঠামো এবং এর পাশে মাদ্রাসা ভবন। বর্তমানে ৩৫ জন এতিম ছাত্র রয়েছে যাদের থাকা খাওয়া  সম্পূর্ণ ফ্রি এবং অন্য ছাত্রদের থেকে সামান্য পরিমাণে অর্থ আদায় করা হয়। সমস্ত ব্যয় বহন করা হয় আগত মানুষদের দানের টাকা দিয়ে। ভবিষ্যতে সরকার থেকে কোন  বড় ধরনের অনুদান পেলে ঐতিহাসিক এই মসজিদটির সৌন্দর্য বর্ধন এবং কোরআন- হাদিসের শিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। আমরা সরকারি এবং ব্যক্তি পর্যায় থেকে সকলের  সার্বিক সহযোগিতা চাই।
আরও খবর