গাজীপুরের শ্রীপুরে ছয় বছর বয়সের অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলার চন্নপাড়া এলাকায় মনিরুজ্জামান শিতলের মেস বাড়ির শৌচাগার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তাৎক্ষণিক শিশুটির পরিচয় জানা যায়নি।
জানা যায় যে,বাড়ির পাশের দোকানি প্রস্রাব করতে গেলে শিশুটির লাশ দেখতে পায়ে স্থানীয়দের জানায়।পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মেস ভাড়াটিয়া রাশেদ বলেন,আমি ৯টার সময় শৌচাগারটি ব্যবহার করি,তখন কোনো লাশ দেখতে পাইনি।তারপর খেলা শেষ করে বাসায় ফিরে শুনতে পাই শিশু লাশ পাওয়া গেছে।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই শাহাদত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহটি শীতলের একটি ব্যাচেলর বাসার শৌচাগারে ফেলে গেছে দুর্বৃত্তরা। শিশুটির গায়ে সুয়েটার ও হাফ পেন্ট পরানো ছিল।গলায় সুতা বাঁধা ছিল।লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৪ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫৪ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭৭ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২১২ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
২১৩ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে