মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

"স্মার্ট নাগরিক হওয়ার প্রধান হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা''-ডা.দীপু মনি


'স্মার্ট নাগরিক হওয়ার প্রধান হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে দীপ্ত পায়ে,স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশ,আজকে মধ্যম আয়ের দেশ,ডিজিটাল বাংলাদেশ,স্বপ্ন দেখে স্মার্ট বাংলাদেশের। মেট্রোরেল,পদ্মা সেতু!পদ্মা সেতু আমাদের যোগাযোগের মাধ্যম নয় শুধু,এটি আমাদের আত্মবিশ্বাসের, আত্মসম্মানের একটি পরিচায়ক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি।নাগরিক হবে স্মার্ট সরকার হবে স্মার্ট,অর্থনীতি হবে,স্মার্ট শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট, সমাজ হবে স্মার্ট। এগুলো কেন্দ্রে হলো স্মার্ট নাগরিক আর স্মার্ট নাগরিক পাওয়ার অন্যতম মাধ্যম হলো স্মার্ট শিক্ষা। আর এই স্মার্ট শিক্ষার জন্যই আমরা শিক্ষার রূপান্তর নিয়ে আসছি।'


রবিবার (৫ই ফেব্রুয়ারি)গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও নবিনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


ডা. দীপু মনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চা খুবই জরুরি। শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরি। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে সততার চর্চা হয়।'


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জ্ঞান অর্জন করো,দক্ষতা অর্জন করো। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে লেখা দেখেছি 'জ্ঞানের জন্য এসো,সেবার জন্য বেরিয়ে যাও'। আমি আশা করি তোমরা জ্ঞানের জন্য  দক্ষতার জন্য এসছো দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হয়ে মানব সেবার জন্য তোমরা এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে।সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।’


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা ছিল একটুখানি চামিজ তুলে খাইয়ে দেয়া। এই করোনা সময়ে শিক্ষার্থীদের নিজে নিজে এসাইনমেন্ট করতে হয়েছে। তারা মা-বাবা, আত্মীয়-স্বজন সহযোগিতায় করেছে। তাদের শিখতে হয়েছে।


তিনি আরো বলেন,'দক্ষিণ এশিয়ার মাধ্যমিক শিক্ষায় সবচেয়ে অগ্রগামী বাংলাদেশ। তা নিয়ে তিক্ত থাকার কোন সুযোগ নেই। ওই যে আমাদের যেতে হবে বহুদূর। বঙ্গবন্ধুর সোনার বাংলায় পৌঁছতে হবে,শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার সোনার মানুষ তৈরি করতে হবে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে।'


শিক্ষামন্ত্রী বলেন,'নতুন শিক্ষাক্রমে আমার শিখন পদ্ধতি বদলে গেছে করে করে শিখবে।আজকের যুগে মুখস্ত বিদ্যা অচল। সুখ প্রিয় শিখন অভিজ্ঞতা ভিত্তিক শিখন। আত্মস্থ করবে মুখস্থ করার কোন দরকার নেই। পরীক্ষা থাকবে তবে মূলত হবে ধারাবাহিক মূল্যায়ন।'


শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা নিয়ে প্রশ্ন করে দীপু মনি বলেন,'বই কীভাবে একটি ধর্মকে ধ্বংস করতে পারে যার একমাত্র রক্ষা করতে হলো মহান আল্লাহতালা।'


পিয়ার আলী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা.হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ মো.ইকবাল হোসেন সবুজ,পিয়ার আলী কলেজের অধ্যক্ষ মো.আবুল খায়ের।

আরও খবর