গাজীপুরের শ্রীপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু(এস্কেভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের দরগাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তারের অভিযানে ভেকু জব্দ করেন।
জানা গেছে, কাওরাইদের দরগাবাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারী।খবর পেয়ে দুপুর ১২ টায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আক্তার জানান,জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে।
২ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৭ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭০ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
২০৫ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২০৬ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে