সবচেয়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরে অভয়নগরে গত ৪/৫ দিন হালকা বৃষ্টি হলেও শনিবার( ১১ মে)কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাওয়ার অপেক্ষা শেষ হয়েছে।
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা বাড়ার সাথে সাথে সাড়ে দশটার দিকে শুরু হয় বৃষ্টি আস্তে আস্তে তীব্রতর হতে থাকে নেমে আসে মুষলধারে বৃষ্টি, জনজীবনে দেখা দেয় স্থবিরতা।
দীর্ঘদিন পর আজিই কাঙ্খিত বৃষ্টি দেখা দেয়। অভয়নগর এর বিভিন্ন এলাকায় অঝোরে ঝরে বৃষ্টি, বৃষ্টি থেমে গেলে মাঠ ঘাটের পানি স্রোতে রূপান্তরিত হয়। রাস্তার একপাশ থেকে অন্য পাশে পানির স্রোত দেখা যায়, মাঠে কিছু পাকা ধান বা কাটা ধান এখনো রয়ে গেছে তারা পড়েছে চরম বিপাকে, কৃষকরা বলছে আর বৃষ্টি না হলে তেমন সমস্যা হবে না, তিন চারদিন আগে থেকে অনেক ধান বিলে রয়ে গেছে কয়েকদিনের হালকা বৃষ্টির কারণে বাড়ি আনতে পারিনি,মাঠে কাটা ধান ভাসতে দেখা গেছে, পানি জমে গেছে নিচু এলাকার তরকারির জমি ও পাকা ধান। বিভিন্ন জলাশয়েে মাছ ধরার জন্য জাল পাততে দেখা যায়। দীর্ঘদিনের প্রচন্ড দাবদাহের পর স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।শীতলতা নেমে এসেছে সর্বত্র।
১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে