আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন যাত্রার মান, শিক্ষার হার, অর্থনৈতিক সূচক বা অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে মানুষেন মন মানসিকতারও উন্নয়ন হয়েছে। মেয়েদেরকে এগিয়ে যেতে এখন আর অতো বেশি বাধাগ্রস্ত হতে হয় না বা অন্য কারো কথা শুনতে হয় না। অথচ আশির দশকেও আমরা অনেক কুসংস্কারে বিশ্বাস করতাম, অনেক ধরনের আজেবাজে কথা মেয়েদেরকে শুনতে হতো। যেমন- মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি। কিন্ত এখন অন্তত মেয়েদের এসব কথা শুনতে হয় না।
মেয়েদের প্রতি তার নিজের পরিবারের সদস্যদের ভাবনা এখন অনেক বদলেছে কারণ একজন মেয়ের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই তার নিজ পরিবারের সাপোর্ট । তাছাড়া চলার পথে বা কর্মক্ষেত্রে পুরুষের দৃষ্টিভংঙ্গিও এখন কিছুটা বদলেছে। তবে একজন নারীর এগিয়ে যাওয়ার বিষয়টা একটি পুরুষের মতো অতোটা সাবলিল নয়। আজকে আমাদের দেশে যেসব নারীরা স্ব স্ব ক্ষেত্রে এগিয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগুতে হয়েছে তার মধ্যে ব্যারিস্টার লিপি আক্তার ও এর বাহিরে নয় তাদের কারোরই চলার পথ অতো সহজ ছিল না তার পরিবারের সহযোগিতা সে সবসময় পেয়েছে । তবে যেসব নারীরা তথাকথিত সব বাধাবিপত্তি মোকাবিলা করে সামনে এগিয়ে যায় দিনশেষে তারাই সাফল্য পায়। ইতিহাস তো তাই বলে।
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে