আক্কেলপুরে মাদ্রাসা ছাত্র ও জনসাধারণের মাঝে কম্বল বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুরে মাদ্রাসা, এতিমখানা, ও অসহায় দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌর সদরের সোনামুখী মাদরাসায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দোগে একটি অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাম ফাউন্ডেশনের প্রতিনিধি রিপন হোসেন,আরাফাত হোসেন,সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে রাশেদুল আলম বলেন, আগামীতে সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলব। সমাজের সবাই সবার পাশে দাঁড়াবে। এই দেশে কেউ আর না খেয়ে থাকবে না, শীতে কষ্ট পাবে না। সকল নাগরিক নিয়েই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ