স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগণের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, গ্রাম আদালতের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ প্রমূখ।
এই কর্মশালায় জেলার ৩২ ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।