মাঝরাতে জয়পুরহাটের ছিন্নমূল, অসহায় ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
ঠাণ্ডা বাতাসের দাপট, ঘণ কুয়াশা আর শিশির মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম শীতল শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে রোববার দিবাগত রাতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে প্লাটফর্মে শুয়ে-বসে ও ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জরিয়ে দেন তিনি।
সেখান থেকে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে শীতকাতর ছিন্নমূল মানুষ ও নৈশ্যপ্রহরীদের কাছে গিয়ে এসব কম্বল বিতরণ করে পাশে দাঁড়ালেন মানবিক এই পুলিশ সুপার। আর মানসম্মত এসব কম্বল পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ শেষে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানবিক কারণে কম্বল বিতরণ করতে এসেছি। গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।