একটি শীতবস্ত্র, এক গুচ্ছ উষ্ণতা, একটি মানবিক উদ্যোগ নিয়ে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র, এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে এতিম, দুঃস্থ ও অসহায়দের মাঝে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল এর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোঃ আবু মুসা, জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, সাবেক ছাত্রদলনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম বুলেট, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ রতন ভূইয়া, দেলোয়ার হোসেন, মোঃ রাসেল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে জয়পুরহাট সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ জুয়েল বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা রোদ, ঝড়, বৃষ্টি ও শীতসহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সংবাদ সংগ্রহের জন্য দূরদূরান্ত এবং মাঠে ঘাটে ছুটে বেড়াই। এই শীতের মধ্যেও জেলার বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে শীতের তীব্রতা উপলব্ধি করে মাদ্রার এতিম শিশুসহ অসহায় শীতার্ত গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের জন্য বিবেকের তাড়নায় আমার সামার্থ অনুযায়ী শীতবস্ত্র করেছি।
শীতবস্ত্র পেয়ে উপস্থিত সকলেই বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন উদ্যোগ অতি প্রশংসনীয়। সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতার পাশাপাশি এটি মানবিক উদ্যোগ নিয়েছেন তারা। সাংবাদিকরা এমনিতেই অনেক কষ্ট করে কাজ করেন। আমরা এই উদ্যোগক্তার জন্য দোয়া করি।
২ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে