আক্কেলপুর বাসের চাপায় আসলামের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ভ্যানের যাত্রী। ঘটনার পর থেকেই আক্কেলপুর বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানযাত্রী আসলাম।
নিহত আসলাম সরদার (৪৩) জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের শান্তা গ্রামের মৃত কফিল সরদারের ছেলে। আসলাম কৃষি কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আসলাম নিজ বাড়ি শান্তা গ্রাম থেকে ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে বগুড়াগামী বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ সময় আসলাম সরদার ছিটকে বাসের নিচে গিয়ে প্রথমে হাতের উপর দিয়ে চাকা যায়। এরপর বাসটি না থামিয়ে আবারও সামনের দিকে গতি বাড়ালে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর থেকে আক্কেলপুর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
প্রতিবেশী সামাদ জানান, বাড়ি থেকে সকালে নাস্তা করে ভ্যানযোগে বাজারে যাচ্ছিল আসলাম। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতিতে চালানো বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির চাকায় এক হত পিষ্ট হয়। বাসটি থেমে থাকলে হয়তো হাতের ক্ষতি হলেও প্রাণে বেঁচে যেত। কিন্ত বাসটি পুনরায় গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগের সময় পিষ্ট হয় মাথা। এরপর ঘটনাস্থলেই মারা যায় আসলাম। শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানোর কারণে প্রায়ই বগুড়াগামী বাসের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। তাই শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানো বন্ধের দাবি জানান তিনি।