রামগড়ে পৌর কাউন্সিলর জিয়াউল হকের ঈদ সহায়তা প্রদান
এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের গরবী দুঃখী অসহায় ৪ শতাধিক মানুষকে ব্যাক্তিগত ও সরকারি ঈদ সহায়তা দিয়েছেন রামগড় পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক জিয়া।সোমবার (১৭ এপ্রিল) রাতে তরুণ উদীয়মান জনপ্রতিনিধি নিজ দ্বায়িত্বপূর্ণ এলাকাবাসির ঘরে ঘরে গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেন।এমন কাজে জনসাধারনে প্রসংশাও কুড়িয়েছেন কাউন্সিলর। জিয়াউল হক জানান, তার বিতণকৃত সাহায্য সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ। এছাড়াও ২শ পরিবারকে পৌরসভার সরকারি বরাদ্দ বিজিএফ প্রদান করেন।তিনি বলেন,ঈদ মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে।সরকারি সেবার পাশাপাশি মানবিক দ্বায়িত্ববোধ থেকে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই নিজ তহবিল হতে আমার এই সহায়তার ক্ষুদ্র প্রচেষ্টা। রমযানের শিক্ষা গ্রহণ করে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকল শ্রেনী পেশার মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে অন্যায়মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
২৪ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯ দিন ৪৩ মিনিট আগে
২৯ দিন ৪৮ মিনিট আগে
৩১ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩১ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪০ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০৬ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে