আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির আওতায় কয়রা উপজেলার গ্রামীন ব্যাংক কয়রা শাখার উদ্যোগে "গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" এই স্লোগানকে সামনে রেখে ২০ই জুন মঙ্গলবার কয়রা উপজেলা সদরে গ্রামীন ব্যাংক অফিসে ৩ হাজার ৪ শত সদস্যদের মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। প্রত্যেক সদস্যদে হাতে তিনটি করে বৃক্ষের চারা দেওয়া হয়। বৃক্ষের চারা পেয়ে খুশি ব্যাংকটির সদস্যরা।
এসময় কয়রা শাখার ম্যানেজার মোঃ গফুর ফকির গাছের চারা বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বৃক্ষ রোপেনর গুরুত্ব তুলে ধরে বলেন, সৃষ্টির অপরূপ সৌন্দর্যলীলার মধ্যে বৃক্ষরাজি অন্যতম, যা ছাড়া প্রাণিকুলের জীবন-জীবিকার কোনো উপায় নেই। সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।বৃক্ষ পরিবেশ ও প্রকৃতি জীবজগতের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। বন আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। এসময় তিনি গ্রামীণ ব্যাংকের পরিবারের সকলের মঙ্গল কামনা করে সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, অফিসের সেকেন্ড অফিসার মোসলেম উদ্দিন, অফিসার রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, তাসফিয়া খাতুন প্রমুখ।
১২ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৮ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫৯ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৫ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে