কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শুক্রবার রাত ৮ টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বোর্ডিং পাসের সময় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারীর ইন্সপেক্টর শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে তিনি চিলমারী থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছেন। বোর্ডিং পাসের সময় নিরাপত্তা রক্ষীদের তল্লাশিতে জামার পকেটে বিশেষ কায়দায় রাখা ১৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাকে আটক করা হয়।
এ ঘটনা রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দা টাউনে পরিণত হয়।
১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে