কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকার চরাঞ্চলের স্থানীয় প্রাণি চিকিৎসক ও প্রাণীসম্পদ সেবাদান কারীদের সুদক্ষ করতে অ্যাপস ব্যাবহার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
ঊুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে ৮ দিন ব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আরিফুর রহমান কনক।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রাণিসম্পদ বিভাগের অপারেশন কো-অর্ডিনেটর ডাঃ মোঃ তারেকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইস কন্টাক ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, এম-ফোরসি প্রকল্প ক্লাস্টার অফিসার মোঃ ফরহাদ হোসেন, এমজেএসকেএস এ্যাডমিন এন্ড একাউন্টস অফিসার শুধাংসু রায়, সুইস কন্টাক এম ফোরসি ইন্টারভেনশন অফিসার রবিউল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম মনিটরিং অফিসার বলরাম ঘোষ প্রমূখ।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষনের মাধ্যমে দুর্গম চরাঞ্চলসহ প্রান্তিক কৃষকদের প্রাণিসম্পদের বিভিন্ন রোগ সনাক্ত ও প্রতিকার সম্পর্কে সহজেই এই অ্যাপস দিয়ে জানতে পারবেন প্রাণী চিকিৎসক ও প্রাণীসম্পদ সেবাদনাকরীরা দ্রুত সময়ে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও তারা নতুন কল রেকর্ড, সিডিউল, সেবা প্রদান, হিসাব নিকাশ, ঔষধপত্র বিষয়ে বিস্তারিত জানতে পারছেন এই অ্যাপসের মাধ্যমে। আধুনিক এ পদ্ধতি ব্যবহার করলে প্রান্তিক জনগোষ্টির সেবার মান আরও বৃদ্ধি পাবে।
জানা গেছে, উক্ত প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলার ৪ টি ইউনিয়ন ও সদর উপজেলার ১টি ইউনিয়নের মোট ২৫ জন এলএসপি প্রশিক্ষন গ্রহণ করছেন।
১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে