কুড়িগ্রামের চররাজিবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের ২১শ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। গত ৩দিনে ইসলামিক রিলিফ বাংলাদেশের আর্থিক সহায়তায় আকিকা অনুষ্ঠানের জন্য ৭০টি গরু জবাই করে এ-সব মাংস বিতরণ করে।
চররাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ৩০ টি গরু, রাজিবপুর সদর ইউনিয়নে ২০ টি গরু, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নে ২০ টি গরু, সর্বমোট ৭০ টি গরু জবাই করে গরীব উন্নয়ন সংস্থা (জিইউএস) রাজিবপুর এর মাধ্যমে গত ৩ দিন কোদালকাটি, ইউনিয়নে ৯০০ শত পরিবার, রাজিবপুর সদর ইউনিয়নে ৬০০ শত পরিবার, চিলমারী উপজেলার অষ্টোমীরচর, ইউনিয়নে ৬০০ শত পরিবার, মোট ২১০০ শত পরিবার। প্রতি পরিবারকে ০২ কেজি করে গরুর মাংস বিনা মুল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধী মোঃ আঃ করিম ফকির, গরীব উন্নয়ন সংস্থা (জিইউএস) এর নির্বাহী পরিচালক মোঃ আঃ লতিফ, রাজিবপুর সদর ইউনিয়ন, কোদালকাটি ইউনিয়ন ও অষ্টোমীরচর ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে