মেহেরপুরের মুজিবনগরে দুটি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সজল আহমেদ জানান, অভিযানে মুদিখানা, সার-কীটনাশক, ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।
উক্ত প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় আয়ান ষ্টোরকে ৭ হাজার টাকা এবং ৩৮ ও ৫১ ধারায় আজমীর ট্রেডার্সেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মালামাল জনসম্মুখে নষ্ট করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
৮৪ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৭ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯৮ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০০ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১০০ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২৬ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৭২ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে