হত্যা মামলা: বিভিন্ন মেয়াদে রিমান্ডে সালমান, আনিসুল ও মামুন ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা বাঘায় আ.লীগ নেতা আখতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন বড়লেখায় রঙ মিশিয়ে মাংস বিক্রি,জরিমানা ১০ হাজার শ্যামনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু আরও দুই হাজার কোটি টাকার শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত হয়েছে এক যুবক। উপাচার্যের মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্নহত্যা কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত ইবিতে কেন্দ্রীয় গবেষণাগারের ফি বৃদ্ধি, প্রতিবাদ শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি চট্টগ্রামে ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয় লালপুরে অটোচালককে চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজে ক‍্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ ইঞ্জিনিয়ার তুহিনের কারাবরণ : বিক্ষোভে উত্তাল ডোমার

জাতীয়তাবাদী দল ফেসবুক প্রচারণায় এখনও কিছুটা পিছিয়ে আছে : এম নাসের রহমান




মৌলভীবাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ফেসবুকে এখন তামাশা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, এখন ছেলেরাও ফেসবুকে অ্যাকটিভ হয়ে উঠেছে। অনেকেই ফেসবুকে নানা ধরনের আলোচনা করছেন, যেমন ড. ইউনূস কতদিন থাকবেন, নির্বাচন কবে হবে। কিন্তু তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী দল এখনও কিছুটা পিছিয়ে আছে ফেসবুক প্রচারণায়। এমনকি একটা ধর্মীয় দল এবং বাচ্চা ছেলেদের দলও এগিয়ে আছে এ ব্যাপারে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে "ফেসবুকের যুগ" চলছে এবং এই মাধ্যমে সফল হতে পারলে রাজনৈতিক মাঠেও সফলতা আসবে। তাই দলের সকল নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নাসের রহমান আরও বলেন, কামালপুর ইউনিয়নের সম্মেলনটি আসন্ন জাতীয় নির্বাচনের একটি "টেস্ট পরীক্ষা" হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০০১ সালের পর থেকে দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কথা উল্লেখ করে, ২০০৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই সময় সাইফুর রহমানের ভোট "নৌকার ভোট" হিসেবে গোনার ঘটনা ঘটে। ২০১৪ সালে নির্বাচনের কোনো কার্যক্রম না থাকলেও ২০১৮ সালে আবারো ভোট দেয়ার কথা ছিল, তবে রাতে আগেই ভোট হয়ে গিয়েছিল।

নাসের রহমান জানান, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন এবং সেই অনুযায়ী বিএনপি তাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চালিয়ে যাচ্ছে। 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, বিএনপি নেতা আয়াছ আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়।

কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শেখ কামাল আহমেদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন বশর আহমদ তার প্রাপ্ত ভোট ১২০,মশাহিদ মিয়া (৪০), সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ছিলেন মোহাম্মদ আলী খান ১১৩ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মো.মিজানুর রহমান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মুনাইম আহমদ ১৪৩ ও শাহেদ আহমদ পান ৩৪ ভোট। মোট কাউন্সিলার ছিলেন ৪৫৫ জন। কাস্ট ৪২৭। বাতিল সভাপতি/সম্পাদক  পদে ৫ করে ভোট বাতিল হয়। সাংগঠনিক সম্পাদক পদে বাতিল হয় ভোট ১২ টি।


Tag
আরও খবর