মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১লাখ এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইজারাদার কর্তৃক মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালু মহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার মখন মিয়াকে 'বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০' মোতাবেক মামলায় ১ লাখ টাকা এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে। আজকের অভিযানে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে ইজাদার মুচলেকা দিয়েছেন। একই সাথে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।
অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার ফলে পরিবেশ-প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে