হত্যা মামলা: বিভিন্ন মেয়াদে রিমান্ডে সালমান, আনিসুল ও মামুন ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা বাঘায় আ.লীগ নেতা আখতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন বড়লেখায় রঙ মিশিয়ে মাংস বিক্রি,জরিমানা ১০ হাজার শ্যামনগরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু আরও দুই হাজার কোটি টাকার শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত হয়েছে এক যুবক। উপাচার্যের মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্নহত্যা কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত ইবিতে কেন্দ্রীয় গবেষণাগারের ফি বৃদ্ধি, প্রতিবাদ শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি চট্টগ্রামে ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয় লালপুরে অটোচালককে চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজে ক‍্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ ইঞ্জিনিয়ার তুহিনের কারাবরণ : বিক্ষোভে উত্তাল ডোমার

মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বৈরাচারী সরকারের দোসর, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম ২০১৫ সালে যোগদানের পর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। যা শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মুখেমুখে। তিনি খুঁটির জোর দেখিয়ে বিভিন্ন সময় তুচ্ছ কারণে ছাত্রীদের উপর অমানষিক নির্যাতন করেন। এ নিয়ে বহুবার নির্যাতিত ছাত্রীদের অভিভাবকগণ বিচারপ্রার্থী হয়েও ন্যায় বিচার পাননি। বরং তিনি হুমকি ধামকি দিয়ে তার অফিস থেকে বিদায় করেছেন।

২০১৭ সালের দিকে মুন্নী নামক একজন ছাত্রীকে তিনি এতো বেশি শারীরিক নির্যাতন করেছিলেন ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। শাকেরা আক্তার রানী নামে আরেকজন ছাত্রীকে তিনি একইভাবে শারীরিক নির্যাতন করেন। যার প্রেক্ষিতে সে বিদ্যালয় ত্যাগ করে চলে যায়। খাদিজা আক্তার তন্নী নামের একজন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করায় সে বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। তিনি শিক্ষার্থীদের কারণে অকারণে শারিরিক নির্যাতন করেন। তিনি অনলাইনে বেতন গ্রহন না করে কোনো রশিদ ছাড়া হাতে হাতে নগদে বেতন গ্রহণ করেন। ছাত্রীরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে তিনি ধমক দিয়ে অফিস থেকে বিদায় করেন।

এছাড়া খন্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি তার একক ক্ষমতাবলে স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন সময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ করেন। এসকল খন্ডকালীন শিক্ষকরা স্কুলে প্রায়ই অনুপস্থিত থাকেন এবং তাদের অধিকাংশ ক্লাসই বুঝা যায় না। এ কারণে বিভিন্ন বোর্ড ও অভ্যন্তরীন পরীক্ষায় বিদ্যালয়ের রেজাল্ট ক্রমশ নিম্নমুখী হচ্ছে। প্রধান শিক্ষক রাশেদা বেগমের লাগামহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও ছাত্রী নির্যাতনের খবর এখন সবারই জানা। তাই অবিলম্বে প্রধান শিক্ষক রাশেদা বেগমকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।


Tag
আরও খবর