মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

নওগাঁ বদলগাছিতে আদালতের রায় অমান্য করে গরুর শেড নির্মাণের অভিযো।

আদালতের নির্দেশ অমান্য

নওগাঁর বদলগাছীতে আদালতের রায় অমান্য করে গরুর শেড নির্মাণের অভিযোগ  


নুরনবি হাসান শেড নওগাঁ জেলা প্রতিনিধিঃ


আদালতের রায় অমান্য করে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের 

গোপালপুর গ্রামের বিবাদমান সম্পত্তিতে জোরপূর্বক  ইট দিয়ে স্থায়ীভাবে পিলার দিয়ে গরুর শেড নির্মানের অভিযোগ।


জানা গেছে, সগুনা গোপালপুর মৌজার ৭০,৩৫,৮৩ নং খতিয়ানের  ৭০৮,৭০৯,৭১০ নং দাগের ৩৮ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার মো.আখতার ফরিদ বাদী হয়ে একই এলাকার মোছাঃ বিউটি বেগম সহ ৪৭ জনকে বিবাদী করে নওগাঁর বদলগাছী সহকারী জজ আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোর্কদ্দমা করলে গত ১২/৫/২০১৫ ইং তারিখ আদালত ওই সম্পত্তিতে বিবাদীগণের বিরুদ্ধে বাদীর পক্ষে রায় প্রদান করেন। রায়ের পর বিবাদী আপিল করেন। আপিল রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে নওগাঁ জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর, জারি কারক মোঃ আল মামুন বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন।চিহ্নিত করণ কালে বিবাদী সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন।পরবর্তীতে বিবাদীর ভাবি মোছাঃ মুন্নি বেগম বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেন।যার মামলা নং ১০ । উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট দেন। এমতাবস্থায় হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে আমান্য করে বিবাদীর ভাই মো.লুৎফর কবিরাজ  কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ করার উদ্দেশ্যে খননের কাজ শুরু করেন। বাদী আখতার ফরিদ ভীত খননে বাধা প্রদান করলে। বিবাদীগণ উক্ত বিরোধের জের ধরে গত ১৫/৮/২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮ টায় শর্মাপুর ব্রীজের মোড়ে জনৈক বকুল হোসেনের মুদি খানার দোকানের সামনে বাদী আখতার ফরিদ এর ছেলে জহুরুল ইসলামকে দেখতে পেয়ে অতর্কিত হামলা করে তাঁকে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী লুৎফর ও মামুন কবিরাজ সহ কয়েক জন পালিয়ে যায়। এবিষয়ে বদলগাছী থানায় আখতার ফরিদ বাদী হয়ে লুৎফর কবিরাজ সহ কয়েকজনের নামে মামলা করেন।


লুৎফর কবিরাজ দাবি করেন, ওই সম্পত্তি ক্রয়সুত্রে আমার বোনের।জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের রায় ব্যাপারে তিনি জানেন বলে জানান।


আখতার ফরিদ বলেন, ওই সম্পত্তি আমার চাচাতো ভাইয়ের। আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে লুৎফর কবিরাজের বোন বিউটি বেগম ক্রয় করেন।আমি জানতে পেরে নওগাঁ জেলা জজ আদালতে প্রেনশন মামলা করি। যার মামলা নং১৫/২০০২ ।মামলার রায় আমার পক্ষে হয়। রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর জারি কারক মোঃ আল মামুন বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন।চিহ্নিত করণ কালে বিবাদীনি সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন।পরবর্তীতে বিবাদীনির ভাবি মোছাঃ মুন্নি বেগম বদলগাছী থানায় মামলা করেন। উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট দেন। হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে আমান্য করে বিবাদীনির ভাই মো.লুৎফর কবিরাজ  কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ করার উদ্দেশ্যে ভিত খননের কাজ শুরু করেন। খবর পেয়ে তাদের কাজে বাধা প্রদান করলে তারা আদালতের রায় মানেন না বলে জানান। তাদের কাজে বাধা প্রদান করলে আমাকে ও আমার এক মাত্র ছেলেকে হত্যা করে জমিতে পুঁতে রাখবে বলে হুমকি প্রদান করে।


তিনি আরোও বলেন, বিবাদী পক্ষ উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে। যে কোন সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে।


বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি  বলেন, ওই সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি নজরে আছে।আর যদি কেউ থানায় মিথ্যা মামলা করে তাহলে ফৌজদারি আইনে মামলা তদন্ত করে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অপরাধে ২১১ধারা মোতাবেক প্রসিকিউশন দেওয়া হবে।

আরও খবর