নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৮ মে কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র কুন্ডু এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শেখ আজিজুর রহমান, মুন্সি বদিউজ্জামান, আসমা সুলতানা, জিনিয়া পারভিন, চিন্ময় বিশ্বাস, বিএম মিজানুর রহমান, শরিফুল ইসলাম, সুধাময় কুমার ঘোষ, উত্তম কুমার ঘোষ। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য মো: লালন শেখ, মুন্সি খায়রুজ্জামান আলম, গাজী আবু হানিফ উপস্থিত ছিলেন।