নড়াইলের লোহাগড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, পৌর সভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ফারহানা ইয়াসমিন ইতি, ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি।
এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ,ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিয়ানুক রহমান, মানব পাচার প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা কমিটি চেয়রাম্যান সৈয়দ খায়রুল আলম, জয়পুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,কোটাকোল ইউপির চেয়ারম্যান হাসান আল মামুদ লক্ষীপাশা ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক, আইন শৃঙ্খলা, বাজার মনিটরিং, মাদকাসক্ত সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। লোহাগড়া বাজার সম্প্রসারণ করতে পরিত্যক্ত জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণ করে বাজারের সমস্যা সমাধানের চেষ্টা করার বিষয়ে বিস্তারিত আলোচনায় উঠে আসে।
২০ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৪৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে