নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে তিথি খানম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত কাল বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিথি খানম ওই গ্রামের ইমরুল কাজীর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৪জুন) বিকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে বেড়িবাঁধ সংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজি করার একপর্যায়ে পুকুরের পানিতে তিথী খানমকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলে ন এ বিষয়ে লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
২০ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৪৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে