নড়াইলের লোহাগড়ায়‘‘সন্ত্রাস,জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড.প্রফেসর ফরিদ আহমেদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম। এসময় আরোও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ,ঢাকার দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম,প্রধান শিক্ষক এস এম মুরাদুদৌল্লাহ ,মাওলানা হাফিজুর রহমান।
এ ছাড়া সন্ত্রাস ,জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য দেন লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত ইসলাম, লামিয়া জামান, ৮ম শ্রেনীর তাসনিয়া ও সামিয়া খানমসহ প্রমুখ।