নড়াইলের লোহাগড়ায় মোঃ হারুন শেখ (৬৫)নামের এক অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার রাতে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। আহত হারুন শেখ উপজেলার চর মল্লিকপুর (মৃধাপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ শেখের ছেলে স্বজনরা জানান সোমবার দিবাগত রাতে হারুন শেখ তার অটোভ্যান নিয়ে কালনা যাওয়ার পথে কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে