বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)এর নেতৃত্বে আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ করেছে।
আজ বুধবার বিকেলের দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার আলা মুন্সি মোড় এলাকায় এ শান্তি সমাবেশ হয়। এসময় বক্তব্য দেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), লোহাগড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোজাম খান, উপজেলা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোশারফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, লোহাগড়া পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।
নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)বলেন, বিএনপি-জামাত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাদের মাঠে থাকার আহবান জানান তিনি।তিনি আরও বলেন, জনবিছিন্নগণ দুশমন বিরোধীদল গুলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কর্মকান্ড ব্যাহত করতে সম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্ঠি করার পায়তারা করছে। এদিকে পুলিশ হত্যা, বাস, অ্যাম্বুরেন্সে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠি করছে এর প্রতিবাদে সারা দেশের মানুষ আজ সোচ্চার স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে রুখতে সাধারণ মানুষ আজ সোচ্চার তারই অংশ হিসেবে এই শান্তি সমাবেশ। উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার।
২০ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
৪৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে