অদ্য ২৮ এ অক্টোবর শুক্রবার অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
আজ নরসিংদী মডেল থানার থানা পুলিশ নরসিংদী মডেল থানা আওতাধীন বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
এই বিশেষ অভিযানের প্রেক্ষিতে, নরসিংদী মডেল থানার এস আই মোঃ জামিরুল ইসলাম তার সাথে থাকা চৌকস পুলিশ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট ইউএমসির পতিত জায়গার সামনে বেড়ীবাধ পাঁকা রাস্তার উপর হতে ০১ জন ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাক্তি তার নাম মোঃ শাহ পরান (২৭), পিতা—মৃত সিরাজুল ইসলাম, সাং—বালুয়াকান্দি, থানা—রায়পুরা, জেলা—নরসিংদী বলে জানান।
উপস্থিত স্বাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত ফুল প্যান্টের ডান পাশে কোমরে গোজা অবস্থায় ০১ (এক) টি সিংগেল শট পিস্তল, যাহা লোহার বাটসহ লম্বা ১০ (দশ) ইঞ্চি ও পরিহিত প্যান্টের ডান পকেটে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ০২ (দুই) রাউন্ড গুলি এবং পরিহিত প্যান্টের বাম পকেটে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ০৩ (তিন) রাউন্ড শর্টগানের কাতুর্জ পাইয়া জব্দ করেন।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় The Arms Act. 1878, 19A/19(F) ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আসামী শাহ পরানের বিরুদ্ধে রায়পুরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দুইটি মামলা রয়েছে।
৭২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৫ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৯৬ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৯ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩০ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭১ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৭৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯২ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে