‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২২।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় নরসিংদী জেলা পুলিশও শনিবার ২৯ অক্টোবর ২০২২ কমিউনিটি পুলিশিং ডে-২০২২" পালন করছে।
দিবসটি উপলক্ষ্যে অদ্য সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পরবর্তীতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পুলিশ লাইনস্ মাঠ হতে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত পদক্ষিণ করে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা, সভাপতি, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং। আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ ও সাধারন সম্পাদক নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং। প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারী কলেজ। বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম ৭১। জনাব মোঃ হাবিবুর রহমান, সভাপতি, নরসিংদী জেলা প্রেস ক্লাব। অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর ভুমিকা পালন ও জনসাধারনকে পুলিশকে তথ্য দিয়ে অপরাধ ধমনে সহযোগিতার করার কথা বলেন পুলিশ সুপার, নরসিংদী, জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম।
৭২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৫ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৯৬ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৯৯ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩০ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭১ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৭৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯২ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে