জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিকল্পে নীলফামারী ডোমারে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে ডোমার উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বঙ্গবন্ধু পরিষদের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান জুয়েল। এতে সভাপতিত্ব করেন—বঙ্গবন্ধু পরিষদের ডোমার উপজেলা শাখার সভাপতি মোঃ আনজারুল হক।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আর কোনো বিকল্প নাই বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন।
২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে