আলুর বাজারদর যাচাই ও মূল্য নিয়ন্ত্রণে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।
বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার ও পৌর কাঁচাবাজারে ভোক্তা অধিকার অভিযানের নেতৃত্ব দেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
এতে মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করায় ধঞ্চনপুর বাজারের আকলিমা ট্রেডার্সের মালিক মোবাইদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৩ হাজার টাকা ও আলুর ক্রয়-বিক্রয় রশিদ প্রদানে ব্যর্থ হওয়ায় পৌর কাঁচাবাজারের আলুর আড়ৎদার মজনুকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা বাজার মূল্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এটিএম এরশাদ। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।
২ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে