পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
বর্তমান আধুনিকতার ডিজিটাল সময়ের ছেলেমেয়েরা অভিভাবকদের কথা মানছে না , তারা নিজেদেরকে নিজেরাই প্রাধান্য দিচ্ছে , কারো তোয়াক্কা করছে না । তারা মনে করছে আপনা-আপনি পৃথিবীতে এসে বড় হয়ে গেছে ! তারা আরো ভাবছে , টাকা পয়সা বিনে এমনিতেই পড়াশোনা করতে পেরেছে ! ছেলেমেয়েরা পিতামাতার অবাধ্য হতে আজকাল ভাবনা চিন্তা করে না । তারা মনে করে , তাদের সিদ্ধান্ত সঠিক। আসলে তা না, তারা ভালোমন্দ বিচার বিশ্লেষণ করতে পারছে না , কী করবে ?
সন্তানদের উচিত পিতা মাতার আদেশ নিষেধ মেনে চলা । পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে পিতা মাতার / অভিভাবকদের কাছাকাছি থেকে পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া । পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা কতটুকু তা নিজ দায়িত্বে জেনে নেয়া । সন্তানদের ভুল ধারণা থাকতেই পারে , তবে কোনো বিবেকবান পিতা মাতা তার সন্তানের ক্ষতি কামনা করে না । সন্তানের প্রকৃত ভালোবাসা পিতামাতার প্রতি থাকে , তাহলে সন্তানেরা নিজেই চিন্তা করুক , পিতামাতার অবদান বিনে আজকের এই অবস্থানে এসেছে ? যে সন্তান সঠিক বিশ্লেষণ করতে পারবে, সে সন্তান কখনোই কোথাও কারোর নিকট কোনো কাজে বাধাগ্রস্থ হবে না । কেউই পিতামাতার অবদান অস্বীকার করতে পারবেনা , এটাই চিরন্তন সত্য । যার কোনো বিশ্লেষণ নেই । সর্বোপরি তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে যে , আল্লাহ্ যা করেন- তা ভালোর জন্যই করেন , আমিন ।
১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে