নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে লবণ বোঝাই ট্রলারডুবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এম ভি বাহার নামের একটি লবণ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, ৬ শ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে তাদের ট্রলারটি। দুপুরে হাতিয়ার মেঘনা নদী হয়ে যাওয়ার সময় ডুবো চরে আটক পড়ে জোয়ারের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি।
এসময় ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকে। পরে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুট দিয়ে যাওয়ার সময় সি-ট্রাক থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘাটে অবগত করলে একটি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই ৭জনকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের স্রোতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্ভব হয়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে