নোয়াখালীর সুধারামে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মো. কামাল হোসেন (৫০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মো. কামাল হোসেন নোয়াখালী সদর উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে
নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম(বার) জানান, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করা হয়। অভিযোগপত্র দাখিলের পর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল দেশের বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে