নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নদীভাঙন রোধ ও রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে আয়োজিত এই মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে গত ২৬ আগস্ট মুছাপুর ২৩ ভেল্ট রেগুলেটরটি ধসে পড়ে। এতে শত শত বাড়িঘর, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন, “বালু সন্ত্রাসের কারণে নদী গিলে নিচ্ছে জনপদ। আমি বিএনপির হাইকমান্ডের কাছে আহ্বান জানাই—যারা এ ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, “গত ১৪ বছরে আমাদের বাড়ি চারবার নদীতে ভেঙেছে। এখন আর কিছুই অবশিষ্ট নেই। সামনে বর্ষা আসছে, তখন নদীপাড়ে আর কেউ বাস করতে পারবে না। অবিলম্বে রেগুলেটর স্থাপন করতে হবে।”
একজন বৃদ্ধ কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে আমি কাফনের কাপড় পরে ফেলেছি। বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছি। সরকার যদি আমাদের দিকে নজর না দেয়, পরিবারসহ আত্মাহুতি দিতে বাধ্য হবো।”
মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, “রেগুলেটর ধসের পর গত আট মাসে কোম্পানীগঞ্জের মুছাপুর, চরহাজারী, চরপার্বতী এবং ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের অন্তত ৫০০টি বাড়িঘর, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন যুবদল নেতা হাজী মোহাম্মদ ইব্রাহীম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মোঃ আমলগীর মিয়া। এতে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক, সদস্য আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, মাস্টার আবু নাছের, ফেনী জেলা কৃষক দলের সেক্রেটারি খোকন চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান প্রমুখ।
বক্তারা অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নতুন রেগুলেটর স্থাপনের জোর দাবি জানান।
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে