পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন'র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, আলোয়াখোয়া তফসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতখামার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহেদুল জব্বার শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
পরে বিদায়ী তোবারক হুসেনকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন আটোয়ারীতে দীর্ঘ ৭ বছর অতিবাহিত করে দিনাজপুর হাকিমপুর উপজেলায় যোগদান করবেন।
২৩ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৩১ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯৩ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯৮ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১২০ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪৬ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে