পঞ্চগড়ের টোয়ারীতে মাসব্যাপী ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন করা হয়েছে।
আটোয়ারী উপজেলার প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক আইন মন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে এ আলোয়াখোয়া রাশ মেলা প্রতিষ্ঠা করেন। ওই সময় থেকে এই রাস মেলা চলমান রয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
মেলা উদযাপন কমিটির সম্পাদক নজরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপে গিয়ে রাশ ঘুড়িয়ে রাশ পূজারও উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে রাতের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য যে, প্রতি বছর রাশ পূর্ণিমা দিন রাশ ঘোরোনোর মধ্যদিয়ে মেলা শুরু হয়ে মেলায় গরু, মহিষ, ছাগল, ঘোড়া, কাঠ ও স্টিলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় হয়ে থাকে এবং মনোরম পরিবেশে সুস্থ্য বিনোদন ও আমোদ-প্রমোদের জন্য সার্কাস, মটরসাইকেল খেলাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
১৫ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৪ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৪ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯০ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩৮ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে