জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ (পটুয়াখালী জেলা পর্যায়) পেলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল। তিনিই ৮টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেলেন। গলাচিপা সাধারণ জনগণের এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম। এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে "সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল" শিরোনামে "শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১" এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।
সততা ও নৈনিকতা, সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার, অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরীবীক্ষণ, দলগত কাজের সমন্বয়, সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
পুরস্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।
৩৩ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৫৭ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৬৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৮ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭৩ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে