রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরিফে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষ্যে বুধবার সকাল ১০ ঘটিকার সময় দৌলতদিয়া খানকা শরীফ থেকে আঞ্জুমান ই কাদেরীয়ার উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত গিয়ে শেষে পুনরায় দৌলতদিয়া খানকা শরীফ গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান ই কাদেরীয়া রাজবাড়ী সভাপতি মুক্তার বেপারী। এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল , উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ প্রামানিক, দৌলতদিয়া ঘাট শাখার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন তপু সহ অন্যান্যরা।
জানাগেছে, হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। তাই মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন এটি। প্রতি বছর নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করে আসছেন।