রাজবাড়ীর পাংশা ভ্যানের নিচে চাপা পরে আয়েশা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের গরু ব্যবসায়ী আশিক বিশ্বাসের মেয়ে।
পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, শিশুটি সকালে বাড়ির পাশেই রাস্তায় বের হয়। তখন অজ্ঞাত একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই শিশুটি মারা যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে