রাষ্ট্রপতিরা ৩৩ বছরে কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে হাইকোর্টের রুল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম বিশ্ববাসীর প্রতি ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশনের আহ্বান যেভাবে নির্বাচিত হবেন পরবর্তী পোপ বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল কমিশনের উদ্দেশ্য পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হতে পারে তালতলীতে প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী’র কক্ষে এসি বিলাস ও সাজসজ্জা পোপ ফ্রান্সিস মারা গেছেন আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতামূলক র‌্যালি রাজবাড়ীর কালুখালী বজ্রপাতে প্রাণ হারায় কৃষক। কিশোরগঞ্জে আ.লীগের চার নেতা গ্রেফতার সাতক্ষীরায় দুই নারীর প্রতারণার ফাঁদে মাছ ব্যবসায়ী লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর আহবায়ক কমিটি গঠন। ঢাকা বিভাগসহ ৪ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আভাস ঝিনাইদহের কালীগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তার স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক

উপজেলা চেয়ারম্যান পদে ভোট করতে চান সাবেক ছাত্রলীগ নেতা রানা চৌধুরী

উপজেলা চেয়ারম্যান পদে ভোট করতে চান সাবেক ছাত্রলীগ নেতা রানা চৌধুরী


 তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করতে চান তরুন উদীয়মান সাবেক ছাত্র লীগ ও সাবেক কৃষক লীগ নেতা মাসুদ রানা চৌধুরী। ভোটে অংশগ্রহণের জন্য ইতিপূর্বেই অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা আন্দোলনে শহীদদের উপর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলাজুড়ে পোষ্টার সাটিয়ে ব্যাপক আলোচনায় তরুন এই নেতা। রানা চৌধুরীর পরিবার জন্মগত আওয়ামী লীগ। তার পিতা উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধুরী। রানা চৌধুরীর বাড়ি উপজেলার কলমা ইউনিয়ন ইউপির চৌরখৈর গ্রামে। ছাত্র লীগ থেকে রানা চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু। তবে রাজনৈতিক গ্যাড়াকলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কোন পদ পদবি পাননি। কারন নব্যদের দাপটে ত্যাগীরা চরম কোনঠাসা যা প্রমান যোগ্য। যার কারনে রানা চৌধুরীর মত শতশত দু:সময়ের কর্মীরা নিজ ঘরে পরবাসী বা বর্তমান সরকারের আমলে কোন পদপদবি তে নেই। তারপরও রক্তে মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শ, একারনে পদপদবি না থাকলেও দলের হয়ে নিজ উদ্দ্যোগে কার্যক্রম পরিচালনা করে থাকেন।

জানা গেছে, ১৯৯০ সালের পরে মাসুদ রানা চৌধুরী তালন্দ ডিগ্রি কলেজের ছাত্র লীগের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তানোর উপজেলায় আওয়ামী লীগের তেমন অবস্থান না থাকলেও রানা চৌধুরী ছাত্র লীগ ব্যাপক ভাবে চাঙ্গা করে রেখেছিলেন। দলীয় সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে রানা চৌধুরী সার্বক্ষণিক সামনের কাতারে এবং জাতীয়, স্থানীয় নির্বাচনেও ছিল  ব্যাপক ভূমিকা। দলের কঠিন সময়ে সামনের কাতারে থেকেও নব্যদের দাপটে দলে জায়গা হয়নি। তবে ২০০১ সালের পরে উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদকের দায়িত্ব পান রানা চৌধুরী। 

দলীয় সুত্র জানায়, বিগত ২০০৯ সালে ও ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় নির্বাচনে কলমা ইউপি তে সামনের কাতারে থেকে যাবতীয় ভূমিকা রাখেন রানা চৌধুরী। তারপরও রাজনৈতিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা।

তৃনমুলের ভাষ্য, বিগত সময়ে রানা চৌধুরীর পিতা খাদেমুন নবী বাবু চৌধুরী জেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকা অবস্থায় এমপি শিবিরের প্রধান ভূমিকায় ছিলেন। এমনকি তাকে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দেয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন কে। কিন্তু ইউপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতার দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  নির্বাচন করেন খাদেমুন নবী বাবু চৌধুরী। নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। বাবু চৌধুরী শুধু বিজয়ী না নৌকার প্রার্থী জামানত পর্যন্ত হারায়।

তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে দুই বলায়।একপক্ষ ক্ষমতা ভোগী আর অন্য পক্ষ ক্ষমতার বাহিরে। যারা ক্ষমতার বাহিরে তাদের জনপ্রিয়তা তুঙ্গে। 

কলমা ইউপির একাধিক সিনিয়র ও তৃনমুলের কর্মীদের দাবি, মাসুদ রানা চৌধুরী একজন ক্লীন ইমেজের তরুন উদীয়মান নেতা। তিনি তার পিতার ভোটে ব্যাপক ভূমিকা রেখে ভোটারদের মন জয় করে বাবার বিজয় সুনিশ্চিত করেন। রানা চৌধুরীর কলমা ইউনিয়নে ব্যাপক জনপ্রিয় তা রয়েছে। সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভা নিয়ে গঠিত তানোর উপজেলা। তবে ক্ষমতার বাহিরে থাকা বলয় থেকে মাসুদ রানা চৌধুরী এক প্রার্থী হলে জমজমাট হবে ভোটের মাঠ। 

মাসুদ রানা চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন করার ইচ্ছা থেকেই পোষ্টার লাগিয়েছি। বিভিন্ন মাধ্যম থেকে ভোট করার জন্য বলছেন অনেকে। আমার একক সিদ্ধান্তে তো উপজেলা ভোট করা যাবেনা। আমি রমজান মাসে সবার সঙ্গে বসব। তারা যদি ভোট করার এবং মাঠে থাকার প্রতিশ্রুতি দেয় তাহলে অবশ্যই নির্বাচন করব।

Tag
আরও খবর


বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

১০ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে