মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন । শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়্যালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য এবং রংপুর-৫ মিঠাপুকুর আসনের সাংসদ হাবিবুরন্নবী আশিকুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান,চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম টুটুল,বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবু বিধু রঞ্জন বর্মন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মন্ডল, বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহদেী হাসান রিপুল ও যুগ্মসাধারন সম্পাদক রুবেল ইসলামসহ প্রমূখ।