মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আনন্দ র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালীটি মিঠাপুকুর উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অতিক্রম করে বেগম রোকেয়া অডিটেরিয়ামে এসে শেষ হয়।
মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ,আদিবাসী উন্নয়ন সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা,সিসিডিবি সিসিআরপি,আরডিআরএস বাংলাদেশ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,এনএনএমসি ফাউন্ডেশন ও নিজেরা করি এর সহযোগিতায় বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ ও উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মাস্টার মোহনলাল কুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু,বলদীপুকুর ক্যাথলিক মিশনের ফাদার ইনচার্জ ফাদার সিলাস কুজুর,জাতীয় আদিবাসী পরিষদের রংপুর জেলা শাখার আহবায়ক কৃষিবিদ বিমল খালকো,আদিবাসী ফেডারেশনের রংপুর অঞ্চলের সভাপতি বাবু উৎপল মিনজি, দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নাহিদ হাসান তোতা সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা আদিবাসী দিবসে নানাবিধ দাবী উপস্থাপন করেন এবং আদিবাসীরা সমাজে অবহেলিত না হয় রাষ্ট্রীয় সকল সুযোগ সবিধা থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি কামনা করছেন।
বার্তা প্রেরক
মোঃশামীম রানা
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
তারিখ ঃ০৯/০৮/২০২২
মোবাঃ ০১৭৪৪৮৯৬৫৮৮