রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের ২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে সকাল ১০টায় এরাবিক বিভাগের নার্সারি থেকে ৮ম শ্রেণি এবং বেলা ২টার শিফটে প্রথম শ্রেণি থেকে জেনারেল বিভাগের ১৩ প্রতিষ্ঠানের মোট ৮০০জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পরীক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ ইদ্রিস আলী, মহাসচিব ফারুকুল ইসলাম রাখু, শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম, অর্থসচিব প্রকৌশলী কেএম সুলতানুল আউলিয়াসহ সংশ্লিষ্টরা।
২০১৬ সালে কিছু শিক্ষানুরাগী ব্যক্তির জোর প্রচেষ্টায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন পীরগাছায় আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশের পর সারাদেশে এই এসোসিয়েশনের বিস্তৃত ছড়িয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব প্রাইভেট মাদরাসাগুলোকে একত্র করার জোর তৎপর চলছে বলে জানান বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ ইদ্রিস আলী।
মহাসচিব ফারুকুল ইসলাম রাখু বলেন, এই বৃত্তি পরীক্ষার ফলে ছোট সোনামনিদের মনে ভয় কেটে যাচ্ছে। তারা জানতে পাচ্ছে কিভাবে পরীক্ষা দিতে হয়। পাশাপাশি তারা ঈদের আমেজ মনে করছে। এই প্রতিযোগিতার যুগে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি। সেখানে তারা এগিয়ে যাবে।