রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের পবিত্রঝাড় ৩নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলার পবিত্রঝাড় মাদ্রাসা পাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে ও সহসম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদ, ওয়ার্ড জামায়াতের সহসভাপতি মাওলানা ইউনুস আলী, সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবুল হোসেন, চর তাম্বুলপুর মাদ্রাসার সহসুপার ফারুক হোসেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফজলুর রহমান ও শিবির সভাপতি সেলিম আহমেদ সহ আরও অনেকে।
পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী।