মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার সকালে বেগম রোকেয়া অডিটেরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি : জনাব এইচ এন আশিকুর রহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য , রংপুর -৫ ( মিঠাপুকুর ) ও সভাপতি , জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিশেষ অতিথি জনাব মো : জাকির হোসেন সরকার চেয়ারম্যান উপজেলা পরিষদ মিঠাপুকুর,রংপুর, বাবু নিরঞ্জন মহন্ত ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ , মিঠাপুকুর, রংপুর, জনাব মোছা : শামীমা আখতার জেসমিন মহিলা ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ , মিঠাপুকুর , রংপুর।
মুখ্য আলোচক : জনাব রেহানা আশিকুর রহমান, বিশেষ অতিথি সভাপতি সিনিয়র সহ - সভাপতি , বাংলাদেশ আওয়ামী লীগ , মিঠাপুকুর উপজেলা শাখা , ভারপ্রাপ্ত চেয়ারম্যান , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , রংপুর, ইউনিট ও প্রধান সমস্বরকারী , শাবণ্য একা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো : মোজাম্মেল হক মিন্টু মিয়া, সহ প্রমুক।
সমাপতিত করেন জনাব ফাতেমাতুজ জোহরা উপজেলা নির্বাহী অফিসার , মিঠাপুকুর , রংপুর।