বাংলাদেশের রংপুরের মিঠাপুকুর উপজেলায় মানবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় আদিদেব মন্দিররের সামনে থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয় ।
শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলার শাখার আহবায়ক বাবু সুবল চন্দ্র মহন্তের সভাপতিত্বে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আদিদেব মন্দিরের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য জাতীয় সাংসদ হাবিবুরন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির টুটুল সহ প্রমূখ।