মিঠাপুকুরে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জীবনচরিত আলোচনা সভা
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরমেশ্বর ভগমান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জীবনচরিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ওভারব্রীজের নিচে উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ , খৃষ্টান ঐক্য পরিষদের রংপুর মহানগর শাখার সভাপতি বাবু সুব্রত সরকার মুকুল ও সাধারণ সম্পাদক বাবু অলক নাথ, বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ , খৃষ্টান ঐক্য পরিষদের রংপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুশান্ত ভৌমিক, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপর পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র সরকার,বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ , খৃষ্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবু নির্মল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সনজিৎ মহন্ত সহ প্রমূখ।
শামীম রানা
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
তারিখ : ১৯/০৮/২০২২
মোবাইল : ০১৭৪৪-৮৯৬৫৮৮